সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২৪ লাখ ৯৩ হাজার ৬৮৮টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২২ কোটি ১৮ লাখ ৫১ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ইউনাইটেড পাওয়ারের ৫ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৭ লাখ টাকার ইস্টার্ন ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।
এছাড়া আমান কটনের ২২ লাখ ৫৩ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৮ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৫০ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৭০ লাখ ৫৫ হাজার টাকার, সিটি ব্যাংকের ২১ লাখ ৪৮ হাজার টাকার, ডিবিএইচের ৩১ লাখ ৪২ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১৯ লাখ ৮৬ হাজার টাকার, জেনেক্সের ৭২ লাখ ৬৩ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৫ লাখ ৩৯ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৬৬ লাখ ৯৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৫ লাখ ৩৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ১৪ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ ২১ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।