জাপানিজ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নে আরও সময চায় বাংলাদেশ অর্থেনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। তবে এত ব্যয় বাড়বে না । এ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বাস্তবয়নাধীন জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য ইতোমধ্যে ৬২০.২৪ একর এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর মিরসরাই অর্থনৈাতিক অঞ্চলের জন্য ৫০৫.৮১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক ৩৮০ একর ভুমি অধিগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বছরের ১৬ মার্চ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজার) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে বেজার সম্মেলেন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় । সে সভায় সময় বৃদ্ধির প্রস্তাব করা হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ভূমি উন্নয়ন কাজ চলমান রয়েছে। ভারতের আদানী পোর্ট এন্ড স্পেশাল ইকনোমিক জোন লিমিটেড এপ্রিল ২০২১ সালের মধ্যে ভূমি উন্নয়ন কাজ শেষ করবে। চুক্তিমূল্য অপেক্ষা দাপ্তরিক প্রাক্কলন কম হওয়ায় ভেরিয়েশনের মাধ্যমে প্রায় ৫ লাখ ঘনমিটার ভূমি উন্নয়ন প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। জুন ২০২১ এর মধ্যে এ কাজ শেষ হয়ার কথা রয়েছে।
জেলা প্রশাসক সূত্রে জানা যায়, প্রকল্পটি জুন ২০২১ সালে সমাপ্ত হবে। প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক অনুমোদন প্রাপ্ত জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রায় ৩৮০ একর ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে দাগসূচি প্রণয়ন করা হয়েছে । এ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে না বলে জানা যায়। প্রকল্পটির ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে বাস্তবায়নকাল বৃদ্ধির প্রস্তাব করেছে বেজা কর্তৃপক্ষ।
অর্থবিভাগ সূত্রে জানা যায়, ২০২১ -২২ অর্থবছরে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান না হলে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় অর্থ প্রদান করবে অর্থ বিভাগ।
অনুমোদিত ডিপিপির আওতায় আড়াইহাজার অর্থনৈাতিক অঞ্চল (জাপানিজ অর্থনৈতিক অঞ্চল) এর জন্য প্রায় ৯৮৬ একর ভূমি অধিগ্রহণের সংস্থান রয়েছে। অপরদিকে জাপানিজ অর্থনৈাতিক অঞ্চল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ১০১০.৯০ একর ভূমির প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। এ অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশণ, পূর্ণাঙ্গ ইউটিলিটি সার্ভিসসহ অন্যান্য সুবিধা নিশ্চিতকরণে আনুমানিক ১৫ একর অতিরিক্ত ভূমি অধিগ্রহণের প্রয়োজন হতে পারে।
কার্যক্রম বিভাগ ও পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরের আরডিপি অনুযায়ী বর্ণিত প্রকল্পের অগ্রগতি শতভাগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সীমিত পরিমান অর্থ সরকারের নিজস্ব অর্থায়নে অব্যয়িত থাকলে বেজার অন্যান্য প্রকল্পে অর্থের প্রয়োজন হলে তা সমন্বয় করতে পারেবে।