Top

সূচক ও লেনদেনের পতন

০১ এপ্রিল, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ
সূচক ও লেনদেনের পতন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, দর কমেছে ১০০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১০টির।

ডিএসইতে ৪৫১ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি ৯২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ২৫ লাখ টাকার।

অপরদিকে,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫৬ পয়েন্টে।

সিএসইতে ২০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ৮৫টির আর ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার