Top
সর্বশেষ

‘পঞ্চপান্ডব’ ছাড়া ১৫ বছর পর মাঠে বাংলাদেশ দল!

০১ এপ্রিল, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ
‘পঞ্চপান্ডব’ ছাড়া ১৫ বছর পর মাঠে বাংলাদেশ দল!

২৮শে ফেব্রুয়ারি, ২০০৬। শেষবার এই দিনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এমন একটি একাদশ নিয়ে মাঠে নামে যে দলে ছিলেন না তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিমদের কেউ একজন। বাংলাদেশের অনেকে এই পাঁচজনকে ডাকেন পঞ্চপান্ডব বলে।

আজ ঠিক এমন আরেকটি দিন।

অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টি ম্যাচের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ নিশ্চিত করে যে মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন না এই ম্যাচে, ফলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন দাস। যেখানে ১০ ওভারের একটি ম্যাচেও ৬৫ রানে হেরে গেছে দলটি।

এর আগেই চোটের কারণে মুশফিকুর রহিম বাদ পড়েছেন। তামিম ইকবাল ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন।

সাকিব আল হাসান তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে কয়েকদিনের ছুটি কাটিয়ে এখন কলকাতায় কোয়ারেন্টিন পালন করছেন, আর অপেক্ষায় আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামার।

আর মাশরাফী বিন মোর্ত্তজা ২০১৭ সালেই অবসর নিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে।

ক্রিকেট পরিসংখ্যানবিদ রিফাত এমিলের মতে, বাংলাদেশের ক্রিকেটে এখনও পরিসংখ্যান বা সংখ্যার দিক থেকে এই পাঁচজনকে অতিক্রম করতে পারে এমন ক্রিকেটার পাওয়া যায়নি।

“এটা একদিক থেকে ভালো যে এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটারকে দীর্ঘদিন পেয়েছে বাংলাদেশ। কিন্তু তাদের জায়গায় কে খেলবে, সেটা নিয়ে যখন এখনও প্রশ্ন থেকে যায়, তা আবার কিন্তু নেতিবাচক।”

তবে এই পঞ্চপান্ডব ছাড়া তারুণ্য নির্ভর দল মোটেও ভালো কোন ফলাফল এনে দিতে পারেনি। সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৬৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে নাইম শেখের ব্যাট থেকে। আউট হওয়ার আগে এই তরুণ অপেনার ১৯ রান করেন ।

শেয়ার