করোনার মারাত্মক সংক্রমণের মধ্যে রাজধানীতে আরও আড়াই হাজার কোভিড-১৯ ডেডিকেটেড শয্যা বাড়ানোর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় তিনি বলেন, করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে শয্যাসংখ্যা বাড়ানোর বিকল্প নেই। এ জন্য কভিড-১৯ ডেডিকেটেড শয্যার পাশাপাশি হাসপাতাল সংখ্যাও বাড়ানো হচ্ছে।
মন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী মার্কেটটি পুরোপুরি কোভিড ডেডিকেটেড করা হয়েছে। এখানে এক হাজার ২৫০টির মতো শয্যা করা যাবে। এর বাইরে প্রতিটি হাসপাতালে কভিড শয্যা বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে আড়াই হাজার শয্যা আরও বাড়বে।
রোগী বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিন যেভাবে রোগী বাড়ছে, তা অব্যাহত থাকলে হাসপাতালে রোগী রাখার জায়গা হবে না। তবে হাসপাতালে এক ইঞ্চি জায়গা খালি থাকা অবস্থায়ও কোনো রোগী চিকিৎসা বঞ্চিত হবেন না। করোনা নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।