Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

করোনা রোগীদের জন্য বাড়ানো হচ্ছে ২৫০০ শয্যা

০২ এপ্রিল, ২০২১ ১০:৫৯ পূর্বাহ্ণ
করোনা রোগীদের জন্য বাড়ানো হচ্ছে ২৫০০ শয্যা

করোনার মারাত্মক সংক্রমণের মধ্যে রাজধানীতে আরও আড়াই হাজার কোভিড-১৯ ডেডিকেটেড শয্যা বাড়ানোর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় তিনি বলেন, করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে শয্যাসংখ্যা বাড়ানোর বিকল্প নেই। এ জন্য কভিড-১৯ ডেডিকেটেড শয্যার পাশাপাশি হাসপাতাল সংখ্যাও বাড়ানো হচ্ছে।

মন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী মার্কেটটি পুরোপুরি কোভিড ডেডিকেটেড করা হয়েছে। এখানে এক হাজার ২৫০টির মতো শয্যা করা যাবে। এর বাইরে প্রতিটি হাসপাতালে কভিড শয্যা বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে আড়াই হাজার শয্যা আরও বাড়বে।

রোগী বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিন যেভাবে রোগী বাড়ছে, তা অব্যাহত থাকলে হাসপাতালে রোগী রাখার জায়গা হবে না। তবে হাসপাতালে এক ইঞ্চি জায়গা খালি থাকা অবস্থায়ও কোনো রোগী চিকিৎসা বঞ্চিত হবেন না। করোনা নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

শেয়ার