বাইশ গজে ব্যাটে-বলে লড়াইয়ে বেশ খ্যাতি কুড়িয়েছে বাংলাদেশ। ছেলেদের পাশাপাশি ময়দানের লড়াইয়ে কম যায় না নারী দলও। বাংলাদেশ ক্রিকেটে সর্বপ্রথম বড় কোন ট্রফি আসে মেয়েদের হাত ধরেই। এত দিন সীমিত ওভারে লড়াই চালিয়েছে তারা। এবার টাইগ্রেসদের টেস্ট স্ট্যাটাস দিয়েছে আইসিসি। এমন মর্যাদা পেয়ে উচ্ছ্বসিত নারী ক্রিকেটাররা।
দলের সিনিয়র খেলোয়াড় অলরাউন্ডার সালমা খাতুন বলেন, ‘আলহামদুলিল্লাহ্, টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করি এটা আমাদের মেয়েদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিও বার্তায় অলরাউন্ডার রুমানা আহমেদ জানান, ‘নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি ভালো খবর। এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমরা আমাদের নারী ক্রিকেট টিম হিসেবে পূর্ণতা লাভ করেছি। সত্যি বলতে এখন নিজেদের টেস্ট খেলোয়াড় হিসেবে ভাবতে অন্যরকম অনুভূতি হচ্ছে। আমরা এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমাদের ক্রিকেটটাকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই।’
নাহিদা আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত টেস্ট মর্যাদা পেয়ে। আশা করি এটা ভবিষ্যতে মেয়েদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ‘আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে অন্তর্ভূক্ত হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করি অবশ্যই এটি বাংলাদেশ ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে যাবে।’
লাল-সবুজের প্রতিনিধি হিসেবে পুরুষ দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে আরও ২১ বছর আগে অর্থাৎ ২০০০ সালে। দুই দশক পর এবার টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সম্প্রতি শেষ হওয়া আইসিসির এক বৈঠকে পূর্ণ সদস্য দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ পুরষ দল বিশ্ব আসরে শক্তিশালী হলেও এদেশের ক্রিকেটে সর্বপ্রথম বড় কোন শিরোপা আসে নারী দলের হাত ধরে। ২০১৯ সাল শক্তিশালী ভারতকে হারিয়ে এশিয়া জয় করেন সালমা-রুমানারা। এতোদিন ওয়ানডে আর টি-টোয়েন্টি খেললেও এবার ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্টেও মাঠে নামবে বাংলাদেশের নারীরা।