লকডাউনের মধ্যেও পুঁজিবাজারের লেনদেন বন্ধ হচ্ছে না। পুঁজিবাজারের সাথে অনেক মানুষের রটি-রুজি জড়িত। তাই এ বাজার বন্ধ করলে অনেকই ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া বাজারে বিনিয়োগ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। তাই ব্যাংক লেনদেনের সময়ের সাথে মিলিয়ে আমরা সীমিত পরিসরে পুঁজিবাজার চালু রাখবো।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম রোববার সকালে রাজধানীর একটি হোটেলে সিএমজেএফ ও সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত এক ওয়ার্কশপে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান জানান, কেউ গুজবে কান দেবেন না। লকডাউনের গুজবে গত কয়েকদিনে বাজারে ধ্বস নেমেছে। আজ সকালেও বড় পতন হয়েছে। তবে আমরা বাজার চালু রাখবো। তাই ভয়ের কারণ নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএফএ সোসাইটির সভাপতি শাহীন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল। স্বঞ্চালনা করেন সিএফএ সোসাইটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।