Top

লকডাউনের প্রথম দিনে পুঁজিবাজারে বড় উত্থান

০৫ এপ্রিল, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ
লকডাউনের প্রথম দিনে পুঁজিবাজারে বড় উত্থান
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় ও লকডাউনের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১  টির, দর কমেছে ১৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির।

ডিএসইতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮৪ কোটি ৫৭ লাখ টাকা কম।  আগের দিন লেনদেন হয়েছিল ৫২১ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬৪ পয়েন্টে।

সিএসইতে ১৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার