পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্তব্য করেছেন, ধর্ষণের জন্য পাশ্চাত্য ও প্রতিবেশী দেশ থেকে আমদানিকৃত অশ্লীলতাকে দায়ী। ইমরান খান মনে করেন, অশ্লীলতা কমানো গেলে ধর্ষণের বিষয়টি নিয়ন্ত্রণে আসবে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমই এমন বক্তব্যের জন্য ইমরানের খানের তীব্র সমালোচনা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) প্রকাশিত সম্পাদকীয়তে ডন লিখেছে, প্রধানমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। ইমরান খান পুরুষের আচরণ সংশোধন নয়, নারীর পর্দা করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। যৌন সহিংতার সঙ্গে নারীর পোশাকের সম্পর্ক টেনে এমন বক্তব্য দেওয়ায় ডন বলছে, ইমরান খানের চিন্তাভাবনার ধরন অসংবেদনশীল এবং সেকেলে।
নারীদের সুরক্ষার দায় ইমরান খান সমাজের ওপর ছেড়ে দিয়েছেন। এতে নারীর সুরক্ষা নিশ্চিতে ইমরান খান সরকারের দায়িত্বকে এড়িয়ে গেছেন বলেও দাবি করেছে ডন।