Top

ফ্লোর প্রাইস থেকে অব্যহতি ৬৬ কোম্পানির

০৭ এপ্রিল, ২০২১ ৩:৩৪ অপরাহ্ণ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৬৬ কোম্পানিকে ফ্লোর প্রাইস থেকে অব্যহতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ কমিশন ৭৬৯তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্র মতে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ও শেয়ারবাজারের উন্নয়নে প্রাথমিকভাবে ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করা হল। যা গতবছরের ১৯ মার্চ করোনা মহামারির কবলে পতনরোধে দেওয়া হয়েছিল।

জানা গেছে, বর্তমানে ১১০টি কোম্পানি সিকিউরিটিজ ফ্লোর প্রাইসে আটকে আছে। এরমধ্যে ৬৬টি থেকে প্রত্যাহার করে নেওয়া হল।

কমিশনের এই নির্দেশনার ফলে ফ্লোর প্রাইসে আটকে থাকা শেয়ারগুলোর লেনদেন শুরু হওয়ার সুযোগ তৈরী হয়েছে।যেগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে কেনাবেচা বন্ধ রয়েছে।

শেয়ার