গ্রেপ্তার ও গুলি করলেও মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত হয়েছে।
আজ বুধবার (৭ এপ্রিল) মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের কালে শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দেশটির নিরাপত্তা বাহিনী। সেখানে পাঁচজন নিহত হয়। কালে শহরের বিক্ষোভকারীরা অং সান সু চির বেসামরিক সরকার পুনর্বহালের দাবি জানাচ্ছিলেন।
এছাড়া, এদিন ইয়াঙ্গুনের কাছের বাগো শহরেও গুলির ঘটনা ঘটে। এতে দুই বিক্ষোভকারী নিহত হন। এছাড়া অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিক্ষোভ দমানোর উপায় হিসেবে শক্তি প্রয়োগের পাশাপাশি ইন্টারনেটও বন্ধ করেছে দেশটির সামরিক সরকার। সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।