পঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, ছয় মাসের জন্য (জুলাই থেকে ডিসেম্বর) ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে বিইএফটিএনের মাধ্যমে পাঠানো হয়েছে। যাদের অ্যাকাউন্টে বিইএফটিএন করা নেই, তাদের লভ্যাংশ বিতরণ করা হবে।
প্রসঙ্গত, ছয় মাসের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।