Top
সর্বশেষ

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শ্রীলঙ্কা যাবেন তামিম-সৌম্যরা

০৯ এপ্রিল, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শ্রীলঙ্কা যাবেন তামিম-সৌম্যরা

গতকাল (বৃহস্পতিবার) থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধী দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কার্যক্রম। গত ফেব্রুয়ারি মাসে প্রথম ডোজ নেওয়ার পর এবার দ্বিতীয় ডোজ নিচ্ছেন তামিম ইকবাল, সৌম্য সরকাররা। সঙ্গে জাতীয় দলের যারা প্রথম ডোজ নেননি, আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে তারা প্রথম ডোজ নিবেন।

এ প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘নিউজিল্যান্ড সফরের আগে ক্রিকেটারদের অনেকেই টিকা নেন। যারা সে সময় টিকা নেন, তারা আগামীকাল (শনিবার) আর পরশু (রোববার) ভাগ হয়ে দ্বিতীয় ডোজ নিবেন। যারা সে সময় নেননি, তারা এবার প্রথম ডোজ নিবেন।’

গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশ ছাড়ে বাংলাদেশ দল। তার আগে গত ১৮ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি ভাগ হয়ে টিকা নেন জাতীয় দলের ক্রিকেটাররা। টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, বিদেশি কোচিং স্টাফের সকল সদস্য। সঙ্গে টিম ম্যানেজমেন্ট ও টিম বয়দের অনেকেই টিকা নেন।

এবার শ্রীলঙ্কা সফরের আগে তারা দ্বিতীয় ডোজ নিবেন। সে সময় মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ সহ অনেকেই টিকা নেননি। এবার তারা প্রথম ডোজ নিতে পারেন।

দেবাশীষ জানান, ‘সরকারি হিসেবে ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হয়। আমাদের তো সামনে শ্রীলঙ্কা সফর। সেখান থেকে ফিরে এস দিতে গেলে খানিক দেরি হয়ে যাবে। এজন্য আমরা যাওয়ার আগেই দ্বিতীয় ডোজ দিয়ে যেতে চাই।’

নারী দলও নিয়েছিল টিকা। তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ শেষেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন বলে জানিয়েছেন দেবাশীষ। তার কথা, ‘এরপর বাকি থাকলো আমাদের নারী দল। চলমান সিরিজ শেষ হলে তারাও দ্বিতীয় ডোজ নিতে পারবেন। আর ঘরোয়া ক্রিকেটের জন্য যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের সময় হলে তারাও নিয়ে নিবেন।’

শেয়ার