Top

মক্কা-মদিনায় তারাবি নামাজ ১০ রাকাত

১২ এপ্রিল, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ
মক্কা-মদিনায় তারাবি নামাজ ১০ রাকাত

করোনাভাইরাস সংক্রমণের মুখে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে তারাবি নামাজ ২০ রাকাতের স্থলে ১০ রাকাত পড়ার নির্দেশ জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। খবর সৌদি গ্যাজেট।

এ ব্যাপারে ওই দুই মসজিদের মুখপাত্র শেখ আব্দুল রহমান আল সুদাইস বলেছেন, পবিত্র রমজান মাসে মুসল্লিদেরকে করোনা সংক্রমণের ঝুঁকি থেকে নিরাপদে রাখতেই এই রাজকীয় নির্দেশনা জারি করা হয়েছে।

তিনি বলেন, সৌদি বাদশাহ এবং যুবরাজ ওই দুই মসজিদের প্রধান রক্ষক হিসেবে প্রতি মুহুর্তে খোঁজ খবর রাখছেন। আল্লাহর ঘর মসজিদে আসা অতিথিদের যেনো কোনো রকম সমস্যা না হয় সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই করোনা সংক্রমণ মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এর আগে, আসন্ন রমজান মাস উপলক্ষে ওই দুই মসজিদে ইতিকাফে বসা এবং ইফতারের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

শেয়ার