কিছুদিন আগেই কোভিড-১৯ এর টিকা নিয়েছেন বলিউড অভিনেতা আশুতোষ রানা। তবুও রেহাই পেলেন না। এর পরেও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
খবরটি আশুতোষ রানা নিজেই নিশ্চিত করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘যদি খুব শুভ দিনে আপনার শরীরে রোগের সম্পর্কে জানতে পারেন, তবে এর চেয়ে ভাগ্যবান আর কিছুই হতে পারে না। দেবী দুর্গার আশীর্বাদ যে আমি আজ একটি সভায় জানতে পেরেছি যে আমি করোনায় আক্রান্ত’।
আশুতোষ রানা করোনায় আক্রান্তের পর পরিবারের সবাই কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন। তারা সবাই রিপোর্টের অপেক্ষা আছেন। অভিনেতা জানান, ৭ এপ্রিলের পর তার সংস্পর্শে যারা এসেছেন সবাই যেন করোনা পরীক্ষা করান।
বলিউড তারকাদের ক্ষেত্রে এই ঘটনা নতুন নয়। এর আগেও করোনা টিকা নেওয়ার পর পরেশ রাওয়াল ও নাগমা দুজনেই এই মহামারির কবলে পড়েন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বলিউডের একটা বড় অংশ আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে রণবীর কাপুর, আমির খান, কার্তিক আরিয়ান, আলিয়া ভাট, সঞ্জয় লীলা বনশালিরা, মনোজ বাজপেয়ি, ক্যাটরিনা কাইফ, আর্জুন কাপুরসহ অনেকে। যাদের অনেকে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
উল্লেখ্য, সম্প্রতি আশুতোষ রানার ‘পাগলায়েত’ সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। যেটি বেশ প্রশংসিত হয়েছিল। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শামসেরা’ ও ‘হাংগামা ২’।