Top

দর পতনের শীর্ষে ডেল্টা ব্র্যাক হাউজিং

১৫ এপ্রিল, ২০২১ ২:০৫ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে ডেল্টা ব্র্যাক হাউজিং
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬ বারে ৮ হাজার ২৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৪২ বারে ১৪ লাখ ৯০ হাজার ৬২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি  ৮৮৯ বারে ১৬ লাখ ৪২ হাজার ৩৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৭ শতাংশ, ইসলামি ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭২ শতাংশ, আরএকে সিরামিকের ৫ দশমিক ৩৯ শতাংশ, বিআইএফসির ৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৪ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪ দশমিক ৫৪ শতাংশ ও নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ০৫ শতাংশ কমেছে।

শেয়ার