Top

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সন্ত্রাসী কাণ্ডের জবাব জরুরি: ইরানের সংসদ স্পিকার

১৮ এপ্রিল, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ
নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সন্ত্রাসী কাণ্ডের জবাব জরুরি: ইরানের সংসদ স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সংসদ স্পিকার বাকের কলিবফ বলেছেন, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় সন্ত্রাসী হামলার জবাব দেওয়া অত্যন্ত জরুরি এবং যথাসময়ে এর জবাব দেওয়া হবে।

তিনি আজ (রোববার) সংসদ অধিবেশনে বলেন, ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এর মধ্যদিয়ে শত্রুদের সামনে এটা প্রমাণিত হয়েছে যে, ইরানে পরমাণু প্রযুক্তির শেকড় স্থানীয়ভাবে প্রোথিত।

অবিবেচনাপ্রসূত কোনো পদক্ষেপ বা চাপের মাধ্যমে বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নয়ন থেকে ইরানিদের বিরত রাখা যাবে না বলে তিনি জানান।

ইরানের সংসদ স্পিকার আরও বলেন, যেসব শত্রু ভিয়েনা আলোচনায় ইরানের অবস্থানকে দুর্বল করতে চেয়েছিল তাদের জবাব দিতেই ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে।

তিনি বলেন, শত্রুরা দেখেছে ইরান হুমকিকে সুযোগে পরিণত করতে জানে।

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে শত্রুদের নাশকতার পরপরই ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় ইরান।

গতকাল (শনিবার) আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ’র পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে, ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। -পার্সটুডে

শেয়ার