Top

অনলাইন ক্লাসের জন্য ডাটা পেলেন শাবির ২০ ভাগ শিক্ষার্থী

১৫ সেপ্টেম্বর, ২০২০ ৮:১৬ পূর্বাহ্ণ
অনলাইন ক্লাসের জন্য ডাটা পেলেন শাবির ২০ ভাগ শিক্ষার্থী

করোনায় চলমান অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য প্রণোদনা হিসেবে দ্বিতীয়বারের মতো একমাস মেয়াদি ১৫ জিবি করে ডাটা প্যাকেজ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই হাজার ২৪৩ জন শিক্ষার্থী। যা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ২০ ভাগ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা মহামারির প্রথমদিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু হয়েছে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ইন্টারনেট ডাটা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে এ সেমিস্টার সম্পন্ন করতে পারব।

এর আগে গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ডাটা প্যাকেজ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে চলমান অনলাইন ক্লাসে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ডিভাইস ক্রয়, ডাটা প্যাকেজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

এরই প্রেক্ষিতে প্রতি ব্যাচ থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে এ সুবিধা প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শর্তসাপেক্ষে নিজ নামে রেজিস্ট্রেশনকৃত গ্রামীণফোন ব্যবহারকারী শিক্ষার্থীরা এ সুবিধার আওতাভুক্ত রয়েছেন।

শেয়ার