Top

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানেই প্যাকেট পাকিস্তান

২৩ এপ্রিল, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানেই প্যাকেট পাকিস্তান

আগে ব্যাট করতে নেমে নিজেদের সংগ্রহটাকে খুব বেশি বড় করতে পারেনি জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করলেও তারা করেছিল ১১৮ রানে। এমন লক্ষ্যে হেসেখেলে জেতার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ছোট লক্ষ্যে খেলতে নেমেই মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৯ রানে ম্যাচে জয় পায় স্বাগতিক জিম্বাবুয়ে।

হারারে স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ১৯ রানের উদ্বোধনী জুটি পায় জিম্বাবুয়ে। দলটির পক্ষে তিনেশে কামুনহুকম্বে ছাড়া কেউই তেমন বড় সংগ্রহ গড়তে পারেননি। সর্বোচ্চ ৪০ বলে ৩৪ রান আসে তার ব্যাট থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ১৮ রান আসে রেজিস চাকাভার ব্যাট থেকে। এছাড়া ১৪ বলে ১৬ রান করেন ওয়েসলি মাধেভের। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ দুই উইকেট পান মোহাম্মদ হাসনাইন।

জিম্বাবুয়েকে জবাব দিতে নেমে বাবর আজমের ব্যাটে ঠিক পথেই এগিয়ে যাচ্ছিলো পাকিস্তান। তবে তার ও দানিশ আজিজের বিদায়ের পরই ছন্দ হারায় পাকিস্তান। ৫ চারে ৪৫ বলে ৪১ রান করে বাবর ও ২৪ বলে ২২ রান করে আউট হয়ে যান বাবর।

এরপর ৭৮ থেকে ৯৯ রানের ভেতরে ছয় উইকেট হারিয়ে ম্যাচ হেরে গেছে পাকিস্তানের। জিম্বাবুয়ের পক্ষে দারুণ বল করেন লুক জংওয়ে। ৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি।

/এমএইচ

শেয়ার