Top

দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

২৭ এপ্রিল, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১০৫ বারে ৩৩ লাখ ৩৪ হাজার ৬৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফিনিক্স ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৩১ বারে ৩৯ লাখ ৪৫ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪৪ বারে ১৮ লাখ ৩৮ হাজার ৮২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫৬ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৩৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৬ দশমিক৬৬ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ২৫ শতাংশ, বিজিআইসি ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭০ শতাংশ ও সোনালী আঁশের ৩ দশমিক ৯৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার