Top

ইবির আমকাণ্ড: পদ হারালেন সহকারী প্রক্টর

২৮ এপ্রিল, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
ইবির আমকাণ্ড: পদ হারালেন সহকারী প্রক্টর
নিজস্ব প্রতিবেদক :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আমকাণ্ডে পদ হারিয়েছেন সহকারী প্রক্টর আরিফুল ইসলাম আরিফ। ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় মাস্টার্সের এক শিক্ষার্থীকে থাপ্পড় দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

শিক্ষার্থীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ প্রতিবেদন আকারে উপাচার্যের কাছে উপস্থাপন করা হলে তিনি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী তার একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থীসহ বাড়িওলার ১০ বছর বয়সী শিশু মেয়েকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে এসে গাছ থেকে কয়েকটি আম পাড়েন। এ সময় সেখানে ওই সহকারী প্রক্টর উপস্থিত হলে তার সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর‌্যায়ে স্ত্রী ও শিশুটির সামনেই ওই শিক্ষার্থীর গালে থাপ্পড় দেন ওই সহকারী প্রক্টর। এরপর তাদের তিনজনকে আবাসিক হলে ঘণ্টাখানেক আটকে রাখেন তিনি।

এ ঘটনায় সেদিন বিকালেই শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার অভিযোগ তুলে অভিযুক্ত সহকারী প্রক্টরের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থী। অভিযোগটি প্রতিবেদন আকারে জমা দিতে দায়িত্ব দেওয়া হয় তিন সহকারী প্রক্টরকে। তারা প্রতিবেদন জমা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার