ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১১ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩৮ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ লাখ ৬০ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের দর কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৫ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ১৮ লাখ ১ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকাএমএল ডাইংয়ের দর কমেছে ৯ দশমিক ২৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৭ হাজার ৮০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সুহৃদের ৮ দশমিক ৮৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ৮ দশমিক ৭২ শতাংশ, শেফার্ডের ৮ দশমিক ৪৭ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৮ দশমিক ৪৭ শতাংশ, নুরানী ডাইংয়ের ৮ দশমিক ২০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭ দশমিক ৯৮ শতাংশ ও সায়হাম কটনের শেয়ার দর ৭ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস