Top

হিমায়িত খাবারে মিলেছে করোনার সংক্রমণ

২৯ সেপ্টেম্বর, ২০২০ ৭:১৯ পূর্বাহ্ণ
হিমায়িত খাবারে মিলেছে করোনার সংক্রমণ

নতুন করে হিমায়িত খাবারে পাওয়া গেছে করোনার উপস্থিতি। চীনে আমদানিকৃত হিমায়িত খাবারের নমুনা পরীক্ষা করে বেশ কয়েকবার ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। এর পর থেকে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে, এমন কিছু দেশ থেকে হিমায়িত খাবার আমদানি নিষিদ্ধ করেছে বেইজিং শহর কর্তৃপক্ষ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কিন্তু এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) মতো বেশ কিছু স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছিল, খাবারের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা খুবই কম। কিন্তু এরপরও চীন শুরু থেকেই বেশ সতর্ক রয়েছে বিষয়টি নিয়ে।

শেয়ার