Top

দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

০৫ মে, ২০২১ ২:২২ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৮ বারে ৫৫ লাখ ১ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এসইএমলেকচার মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৫৭৯ বারে ২৩ লাখ ৭৬ হাজার ১৫১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ফার্স্ট ফাইসান্স মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৭৮৬ বারে ১৫ লাখ ৬০ হাজার ৮২২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ডেলটা স্পিনিংয়ের ৯ দশমিক ৮৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯ দশমিক ৮২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৯ দশমিক ৮১ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৯ দশমিক  ৬৭ শতাংশ, প্রাইম ফাইনান্সের ৯ দশমিক ৫২ শতাংশ, এসইএমএলএফবিএসএলজিএফ এর ৯ দশমিক ৪১ শতাংশ ও আইএফআইসি ব্যাংকের ৯ দশমিক ০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

BP ShareBazar News–BP Stock NewsBP Capital Views–BP Capital News–Banijjo Protidin News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার