সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১ বারে ১৩ লাখ ৪৮ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৩৩ বারে ২১ লাখ ২৬ হাজার ৭৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৩৭ বারে ১৭ লাখ ২৫ হাজার ৭৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০৫ শতাংশ, ক্রীস্টাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮৫ শতাংশ, শ্যামপুর সুগারের ৫ দশমিক ৭১ শতাংশ, নিটোল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৪৯ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৬ শতাংশ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ২৬ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–BP Capital News–Banijjo Protidin News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস