Top

দর বৃদ্ধির শীর্ষে লুব রেফ

০৬ মে, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে লুব রেফ
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লুব রেফ বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৩১ বারে ৩৮ লাখ ২৩ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৯০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৪৬ বারে ৫৫ লাখ ১২ হাজার ২৯০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ই-জেনারেশনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৭৮ বারে ৩২ লাখ ১৪ হাজার ৬৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ন্যাশনাল ফিড মিলের ৯ দশমিক ৯৩ শতাংশ, তৌফিকা ফুডের ৯ দশমিক ৭৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯ দশমিক ৭৩ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৯ দশমিক ৫৫ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৫৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯ দশমিক ৩৪ শতাংশ ও এআইবিএল-১ম মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার