ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯ কোটি ৬২ লাখ ৭০ হাজার ১৭৫ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৮৫৫ কোটি ৭৩ লাখ ৮ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৬ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫৬২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৯ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের ৩ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ১০৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৫ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মার ১৭০ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ১৬৩ কোটি ৩২ লাখ ২৭ হাজার টাকার, রবি আজিয়াটার ১৪১ কোটি ৪ লাখ ৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১১২ কোটি ৭ লাখ ১২ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ১১৯ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১১১ কোটি ৮১ লাখ ৯৪ হাজার টাকার ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১০৪ কোটি ২৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস