যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে চার বছর বয়সী এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয় সময় শনিবার (০৯ মে) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার ডার্মট শিয়া।
ব্রুকলিনের একটি পরিবার শিশুটিকে খেলনা কিনতে টাইমস স্কয়ারে নিয়ে এসেছিল বলে জানান তিনি।
টাইমস স্কয়ারে জড়ো হওয়া সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, গুলিবিদ্ধ অন্য দুজন হলেন—রোড আইল্যান্ড থেকে আগত ২৩ বছর বয়সী এক তরুণী পর্যটক এবং নিউ জার্সির ৪৩ বছর বয়সী এক নারী। ধারণা করা হচ্ছে যে বিরোধের জেরে গুলি চালানো হয়েছে ভুক্তভোগীরা কেউই সেই বিরোধে জড়িত ছিল না।
গুলিবিদ্ধ তিনজনকেই নির্দোষ উল্লেখ করে নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার বলেন, কী নিয়ে এই বিরোধ ঘটেছে তার কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। বিকেল পাঁচটার কিছু আগে দুই থেকে চার জন বিরোধে জড়িয়ে পড়েন।
৪ বছর বয়সী শিশুটি ও ২৩ বছর বয়সী তরুণীর পায়ে গুলিবিদ্ধ হয়েছে এবং ৪৩ বছর বয়সী নারীর পায়ের পাতায় গুলি লেগেছে বলে জানান নিউইয়র্ক সিটি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।