Top

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১২

১৫ মে, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ
আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১২

আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (১৪ মে) কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় এ ঘটনা ঘটে।

এর আগে ঈদ উপলক্ষে গত সোমবার আফগান সরকার ও উগ্রবাদী গোষ্ঠী তালেবান তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির কয়েকটি জায়গায় পৃথক পৃথম বোমা বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছিল। এরইমধ্যে ঈদের একদিন পর শুক্রবার মসজিদে নামাজ আদায়ের সময় বোমা বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হলো। তবে তালেবান এ ঘটনার দায় স্বীকার করেনি।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেন, ‘নিহতদের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন। বোমা বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১৫ জন’।

এর আগে গত রোববার কাবুলের একটি স্কুলে গাড়ি বোমা বিস্ফোরণে ৮০ জনের বেশি মৃত্যু হয়েছি। ওই ঘটনার নিহতদের বেশিরভাগই ছিলেন ওই স্কুলের শিক্ষার্থী।

শেয়ার