রোববার (১৬ মে) সকালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টানা সপ্তম দিনের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। রোববার সকালে গাজা উপত্যকায় হামলায় ৩৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ১৩ শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটা জানিয়েছে।
রোববার (১৬ মে) ভোরে গাজায় হামাস প্রধানের বাড়িতে হামলা চালায় ইসরাইল। তবে ওই হামলায় হামাস প্রধান বা তার পরিবারের সদস্যদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ইসরাইলে রকেট হামলাও অব্যাহত রেখেছে হামাস। হামাসের লাগাতার রকেট হামলায় ইসরাইলে এ পর্যন্ত শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।