পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য স্বাস্থ্য ও জীবনের সুরক্ষা সংক্রান্ত বীমা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কমিশনের ৭৭১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বিএসইসি থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
কমিশনের সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, সিডিবিএল, সিসিবিএল এ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারিগণের জন্য স্বাস্থ্য ও জীবন বীমা পলিসি গ্রহণ করে আগামী ২৫ জুনের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে।
এছাড়াও পুঁজিবাজারে অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অবিলম্বে স্বাস্থ্য ও জীবন বীমা পলিসি গ্রহণ করে কমিশনকে অবহিত করতে বলা হয়।
শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস