সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪৭৯ বারে ১৮ লাখ ২৫ হাজার ৫৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৯৬৭ বারে ১০ লাখ ২৮ হাজার ৭৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫ বারে ২৮ লাখ ১৩ হাজার ২৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাউথইস্ট ব্যাংকের ৯ দশমিক ৯২ শতাংশ, জেনেক্সের ৯ দশমিক ৮৭ শাতংশ, খুলনা পাওয়ারের ৯ দশমিক ৮৭ শাতংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯ দশমিক ৮৪ শতাংশ, এনসিসি ব্যাংকের ৯ দশমিক ৭৪ শতাংশ, ইজেনারেশনের ৯ দশমিক ৬০ শতাংশ ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস