রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৬ নম্বর আসামি মনির হোসেন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
রোববার (২৩ মে) সকালে পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব এ তথ্য জানিয়েছেন।
এএসআই মো. মাহবুব বলেন, ‘শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান মনির। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এর আগে গত ২০ মে রাতে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মামলার আরেক আসামি মানিক নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২০ মে বৃহস্পতিবার ভোরে ভৈরবের একটি মাজার থেকে সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করে র্যাব। তাকে আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ মে বিকেলে পল্লবীতে সন্তানের সামনে প্রকাশ্যে সাইনুদ্দিনকে (৩৪) কয়েকজন কুপিয়ে হত্যা করে। হত্যার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে মনির হোসেনকে সাহিনুদ্দিনের ঘাড়ের দিকে কোপাতে দেখা গেছে।