Top

করোনা: বিশ্বে মৃত্যু সাড়ে ৩৪ লাখ ছাড়িয়েছে

২৩ মে, ২০২১ ১২:১১ অপরাহ্ণ
করোনা: বিশ্বে মৃত্যু সাড়ে ৩৪ লাখ ছাড়িয়েছে

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩৪ লাখ। অন্যদিকে, এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যানুযায়ী, আজ রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৯৮৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৫০ হাজার ২৪৯ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৩ হাজার ৩৭৩ জন। দেশটিতে এ নিয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৭০২ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনাভাইরাস সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়।

শেয়ার