তিন বছর পর সিপিএলে পুরনো দল জ্যামাইকায় ফিরলেন সাকিব আল হাসান। আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর। তৃতীয়বারের মতো জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে নামবেন সাকিব। বৃহস্পতিবার (২৭ মে) এক টুইট বার্তায় সিপিএল কর্তৃপক্ষ সাকিবের ফেরার খবরটি নিশ্চিত করেছে।
সিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের বোলিংয়ের ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, সিপিএল ২০২১ সংস্করণে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব।
এর আগে সাবিক আল হাসান ২০১৬ ও ১৭ সালে জামাইকার হয়ে সিপিএলে খেলছিলেন। জ্যামাইকার হয়ে ২০১৬ সালে শিরোপা জিতেছিলেন সাকিব। ২০১৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টেসের হয়ে অংশ নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৯ সালে এই দলটির হয়েও শিরোপা জেতেন তিনি।
সিপিএলে সাকিব ২৫ ইনিংসে ১৬.৮৫ গড়ে রান করেছেন ৩৫৪ আর বোলিংয়ে ৩০ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৯।