Top

ফিফটি করেই সাজঘরে মোসাদ্দেক

২৮ মে, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
ফিফটি করেই সাজঘরে মোসাদ্দেক

মিরপুরে সিরিজে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে ব্যক্তিগত অধর্শত রান পূর্ণ করে সাজঘরে ফিরলেন টাইগার ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ১২৬ রান।

হোয়াইটওয়াশের মিশনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না টাইগারদের। ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারটা দেখে-শোনেই খেললেও দ্বিতীয় ওভারের প্রথম বলেই দুশমান্থ পেরেরার বলে স্লিপে ক্যাচ তুলে দেন অভিষিক্ত নাঈম। আউট হওয়ার পূর্বে মাত্র ১ রান তুলেছেন তিনি।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে দ্রুতই ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ৭ বল খেলে সাকিব করেছেন মাত্র ৪ রান।
এখন ২০ রানে মাহমুদউল্লাহ এবং১ রানে আফিফ অপরাজিত রয়েছেন।

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই লঙ্কান ওপেনার। ঝড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে মাত্র ১১.২ ওভারে ৮২ রান তুলেন পেরেরা-গুনাথিলাকা। ৩৩ বলে দ্রুত ৩৯ রান তুলে আউট হন গুনাথিলাকা। তবে পরের উইকেটে ব্যাট করতে আসা পাথুম নিশানকা পাননি কোনো রান। দুটি উইকেট নেন তাসকিন আহমেদ।

শেয়ার