প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে করপোরেট কর ২ দশমিক ৫ শতাংশ কমিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে করপোরেট কর আরও কমিয়ে ৩২দশমিক ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব করছি। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমকি ৫ শতাংশ করার প্রস্তাব করছি।
তিনি বলেন, পুঁজিবাজারের তালিকাবহির্ভুত প্রতিষ্ঠানের করপোরেট করহার ২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে ফলে এখন থেকে পুঁজিবাজারে তালিভুক্ত নয় এমন সব কোম্পানির করপোরেট কর হবে সাড়ে ৩২ শতাংশ।