Top

আবারও জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

১৪ জুন, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
আবারও জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (১৩ জুন) তার জ্বর আসে বলে জানা গেছে। তবে, বিষয়টি তার চিকিৎসক ও বিএনপির নেতারা স্বীকার করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, ‘ম্যাডামের জ্বর আসার বিষয়ে আমার জানা নেই। চিকিৎসকরাও এ বিষয়ে কিছু জানাননি।’

খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। সেখানকার হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

গত ১১ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা‘য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। করোনামুক্ত হন ৯ মে।

শেয়ার