Top
সর্বশেষ

অচেতন পরীমনিকে বোট ক্লাব থেকে কোলে নিয়ে বের হন জিমি

১৬ জুন, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
অচেতন পরীমনিকে বোট ক্লাব থেকে কোলে নিয়ে বের হন জিমি

পরীমনিকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার ঘটনা এখন টক অব দি টাউন। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল আসামি নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই ঢাকা বোট ক্লাবের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সিসিটিভির ফুটেজে দেখা যায় ৯ জুন বুধবার রাত ১২টার পর ঢাকা বোট ক্লাবের সামনে অমির গাড়ি এসে থামে। পেছনে আসে পরীমনির গাড়ি। কিন্তু পরীমনি অমির গাড়ির সামনের দরজা খুলে নামেন। অর্থাৎ পরীমনি তার গাড়িতে ছিলেন না। এরপরই গাড়ি থেকে বের হন অমি, পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি এবং তার বোন বনি।

ক্লাবের বাইরের ক্যামেরার ফুটেজে এ সময় দেখা যায়, ক্লাবে ঢোকার সময় পরীমনি কালো টপস, জিন্সের প্যান্ট পরা ছিলেন। বনি লাল টপস, সঙ্গে জিন্সের প্যান্ট এবং জিমি কালো হাতাকাটা গেঞ্জি ও হাফ প্যান্ট পরা ছিলেন। অমির পরনে ছিল সাদা গেঞ্জি ও গ্যাবার্ডিনের প্যান্ট। রিসিপশনের ক্যামেরায় তাদের চারজনকে একসঙ্গে বারে ঢুকতে দেখা যায়। তখন রিসিপশন ডেস্কে ছিলেন দুইজন এবং ডেস্কের পাশে দাঁড়িয়ে ছিলেন আরও একজন স্টাফ।

৯ জুন রাত ২টার একটি ফুটেজে দেখা যায় পরীমনিকে অচেতন অবস্থায় কোলে নিয়ে বের হচ্ছেন জিমি এবং একজন সিকিউরিটি গার্ড। পেছনে দ্রুত হেঁটে আসছিলেন বনি। তাদের পেছনে স্বাভাবিকভাবে হাঁটছিলেন অমি।

এদিকে বনানী থানার বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৫২ মিনিটে বনানী থানায় প্রবেশ করেন পরীমণি। প্রথমে তারা ডিউটি অফিসারের রুম হয়ে থানার ভেতরে প্রবেশ করেন। পরে একজন অফিসার তাদের ডিউটি অফিসারের কাছে যেতে বলেন। পরীমণি ডিউটি অফিসারের রুমে গিয়ে তার বরাবর চেয়ারে বসেন এবং ঘটনার বর্ণনা দেন। তবে ডিউটি অফিসার তার কথা বুঝতে পারছিলেন না। পরে তাকে পুলিশের একটি গাড়িতে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়।

বারের ভেতরে সিসিটিভি ফুটেজ না থাকলেও জিমি তার মোবাইলে ১৬ সেকেন্ডের মতো একটি ধস্তাধস্তির ভিডিও করেছিলেন। এতে নাসিরকে হই-হুল্লোড় ও গালমন্দ করতে শোনা যায়

শেয়ার