Top

পূরবী-ইস্টার্ন ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

০২ নভেম্বর, ২০২০ ১০:১৫ পূর্বাহ্ণ
পূরবী-ইস্টার্ন ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

দেশের বিমা খাতের দুই কোম্পানি চলতি হিসাব বছরে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২০) তৃতীয় প্রান্তিকের নয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

রোববার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো-পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আলোচ্য প্রান্তিকে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭৫ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ১৭ পয়সা বা ২৩ শতাংশ।
শুধু তৃতীয় প্রান্তিকের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৪ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ১ পয়সা।

এদিকে, ইস্টার্ন ইন্স্যুরেন্সের চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ১৫ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ৩৬ পয়সা বা ১৭ শতাংশ।

শুধু তৃতীয় প্রান্তিকের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬০ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ৩৪ পয়সা বা ৫৭ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা।

শেয়ার