Top

পুঁজিবাজারে আগ্রহ হারানোর শীর্ষ স্থানে জিল বাংলা সুগার মিল

০৭ নভেম্বর, ২০২০ ১১:০৮ পূর্বাহ্ণ

গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানে ছিল জিল বাংলা সুগার মিল। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে তাদের শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে।

এদিকে দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে লেনদেন হযেছে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৪৩ লাখ ৯৬ হাজার টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ৩১ দশমিক ৩৭ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৭০ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৪২ টাকা ২০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ২১৩ টাকা ১০ পয়সা।

‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিটির লভ্যাংশের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ১৯৮৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটি সর্বশেষ কবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নেই।

অথচ এ কোম্পানিটির শেয়ার দামই গত জুলাই মাস থেকে টানা বাড়ছিল। দেখতে দেখতে ৩১ টাকা দামের শেয়ার ২১৩ টাকায় উঠে যায়। এমন অস্বাভাবিক দাম বাড়ার পর এখন কোম্পানিটির শেয়ারের দরপতন হচ্ছে।

মাত্র ৬ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ার সংখ্যা ৬০ লাখ। এর মধ্যে সরকারের কাছে আছে ৫১ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৭ দশমিক ৫৭ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১১ দশমিক ৪৩ শতাংশ শেয়ার।

জিল বাংলা সুগার মিলের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল গ্লোবাল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২২ দশমিক ৫৯ শতাংশ। এর পরেই রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ৯৫ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এক্সপ্রেস ইন্স্যুরেন্স ১২ দশমিক ৫৯ শতাংশ, ফাইন ফুডের ১১ দশমিক ১১ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৫৯ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৪১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৯ দশমিক ৩৮ শতাংশ, স্টাইল ক্রাফটের ৯ দশমিক ২৩ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৫ শতাংশ দাম কমেছে।

শেয়ার