Top

কাট অব প্রাইজ নির্ধারণ করলো ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ

০৯ নভেম্বর, ২০২০ ১০:২৫ পূর্বাহ্ণ
কাট অব প্রাইজ নির্ধারণ করলো ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ

বিডিংয়ে (নিলাম) ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারের কাট-অব-প্রাইস ৬২ টাকা নির্ধারণ হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবিত দরের আলোকে আলোচ্য কাট অব প্রাইজ নির্ধারণ হয়।

এর আগে গত ১ নভেম্বর থেকে বিডিং প্রক্রিয়া শুরু হয়ে ৪ নভেম্বর বিকেল ৫টায় তা শেষ হয়েছে।

বিডিংয়ে কোম্পানির শেয়ার সর্বনিম্ন ১১ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকায় দর প্রস্তাব করেছেন যোগ্য বিনিয়োগকারীরা। কোম্পানির শেয়ার ৬১ টাকা করে ১৬ জন দর প্রস্তাব করেন। যা ছিল সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবকারী। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবকারী বা ১২ যোগ্য বিনিয়োগকারী ৫১ টাকায় দর প্রস্তাব করেছেন।

তথ্য মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে ইনডেক্স অ্যাগ্রো। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.০৭ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৬০ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫.০৩ টাকায়।

গত ১০ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৯তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।

শেয়ার