Top

আফগান সীমান্ত পর্যবেক্ষণে অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করছে ইরান

১৪ জুলাই, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
আফগান সীমান্ত পর্যবেক্ষণে অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করছে ইরান
নিজস্ব প্রতিবেদক :

আফগান সীমান্তে মোতায়েন সামরিক ইউনিটগুলো পরিদর্শন করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি।

তিনি আজ বুধবার সীমান্তের দুগারুন ক্রসিংয়ে পৌঁছে সাংবাদিকদের বলেছেন, বর্তমানে ইরানের ৯০ শতাংশ সীমান্ত অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।

প্রতিবেশী আফগানিস্তানের চলমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সব ধরণের হুমকি মোকাবেলার জন্য আগে থেকেই প্রস্তুত রযেছে। কাজেই সাম্প্রতিক ঘটনাবলীর কারণে কোনো উদ্বেগ নেই। ইরানি বাহিনী শত্রুদেরকে কোনো ধরণের ছাড় দেবে না।

তিনি আরও বলেন, আফগানিস্তানে চলমান গৃহযুদ্ধ ইরানের জন্য কোনো ধরণের হুমকি সৃষ্টি করতে পারবে না। ইরানের জল, স্থল ও আকাশ সীমা লঙ্ঘনের কোনো সুযোগ শত্রুরা পাবে না।

ইরানের সেনাবাহিনীর প্রধান বলেন, প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে ইরানের বিভিন্ন ক্ষেত্রে মিল রয়েছে। ইরান সেদেশে শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করে।

আফগানিস্তানের সঙ্গে ইরানের বিশাল সীমান্ত রয়েছে। -পার্সটুডে

শেয়ার