Top
সর্বশেষ

৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে উচ্চ আদালত

২৩ জুলাই, ২০২১ ১০:৪০ অপরাহ্ণ
৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে উচ্চ আদালত

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে।

শুক্রবার (২৩ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়।

৫ আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্তে একটি করে মোট তিনটি বেঞ্চে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব জরুরি বিষয়ে শুনানি করবেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন।

সভায় আগামী ৩১ জুলাইয়ে মধ্যে সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের টিকা গ্রহণ সম্পন্ন করতেও সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার