মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের একটি সভা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা দেড়টার পরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ বৈঠক চলছে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
করোনায় এক দিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ডের পরপর অনুষ্ঠিত এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলো বলছে, বিভিন্ন বিষয় পর্যালোচনার ভিত্তিতে বৈঠক থেকে চলমান বিধিনিষেধ বাস্তবায়নসহ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় ঠিক করা হতে পারে।