Top

বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সোনা এনে দিলেন তিনি

৩০ জুলাই, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সোনা এনে দিলেন তিনি

টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকা প্রথম সোনার দেখা পেল তাতজানা শোয়েনমেকারের হাত ধরে। সেটাও আবার যেনতেনভাবে নয়। নারী এই সাঁতারু বিশ্বরেকর্ড গড়ে দেশকে ভাসিয়েছেন উৎসবে।

মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২:১৮.৯৫ টাইমিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন শোয়েনমেকার। এমন অর্জনের পর পুলের মধ্যেই বাচ্চাদের মতো কেঁদে ফেলেন এই সাঁতারু। পানি আর চোখের জল একাকার হয়ে যায়।

এর আগে বিশ্বরেকর্ডটি ছিল ডেনমার্কের রিকে মোলার পেদেরসেনের। ২০১৩ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২:১৯.১১ টাইমিংয়ে সাঁতার শেষ করেছিলেন তিনি।

শোয়েনমেকার নিঁখুত পারফরম্যান্সে সেই রেকর্ড ভাঙলেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীই ছিলেন যুক্তরাষ্ট্রের।

লিলি কিং ২:১৯.৯২ টাইমিংয়ে রৌপ্য আর এনি লেজর ২:২০.৮৪ টাইমিংয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।

শেয়ার