Top

ঢাকার উদ্দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় চালান

০২ আগস্ট, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ
ঢাকার উদ্দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় চালান

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় চালান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট জাপানের নারিতা বিমানবন্দর থেকে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে আজ সোমবার (২ আগস্ট) স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে রওনা হয়। জাপানে বাংলাদেশ দূতাবাসের একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে জাপান ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে। এই চালান এরই অংশ। এছাড়া অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট জাপানের নারিতা বিমানবন্দর থেকে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে সোমবার (০২ আগস্ট) স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে রওনা হয়।

এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে জাপান ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে। এই চালান এরই অংশ।

শেয়ার