Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

লেবানন থেকে ইসরাইলে আঘাত করলো ৩ রকেট

০৪ আগস্ট, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
লেবানন থেকে ইসরাইলে আঘাত করলো ৩ রকেট
পার্সটুডে :

লেবানন থেকে ইহুদিবাদী ইসরাইলে তিনটি রকেট আঘাত হেনেছে। লেবানন থেকে রকেট ছোঁড়ার পরপরই ইসরাইলের সীমান্তবর্তী কাইরাত শিমোনা শহরসহ আরো কয়েকটি এলাকায় সতর্কমূলক সাইরেন বাজানো হয়।

লেবানন থেকে ছোঁড়া রকেটের আঘাতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে আকস্মিকভাবে সাইরেন বেজে ওঠায় ইসরাইলের নাগরিকরা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে জড়ো হয়।

একটি ভিডিওতে দেখা যায়, লেবানন থেকে ছোঁড়া রকেটের বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে গেছে। কাইরাত শিমোনা শহরের কাছে ওই রকেটটি বিস্ফোরিত হয়।

ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, শহরের মেয়র লোকজনকে বোম-শেল্টারে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোকজনকে সেখানে থাকতে হবে।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে তিনটি রকেট ছোঁড়া হয়েছে। এরমধ্যে একটি লেবানন সীমান্তেই পড়ে, বাকি দুটি ইসরাইলের ভেতরে খোলা জায়গায় আঘাত হানে। রকেট হামলার জবাবে ইহুদিবাদী সেনারা কামানের গোলাবর্ষণ করে।

সম্প্রতি, লেবাননের সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, “লেবানন সীমান্তে ইসরাইলের উসকানিমূলক তৎপরতা চলছে এবং আমরা তা পর্যবক্ষেণ করছি।”

এর আগে গত ২০ জুলাই ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে কামানের গোলাবর্ষণ করে। এর পরপরই ইসরাইলি বিমান থেকে সিরিয়ার আলেপ্পো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

শেয়ার