কিলোমিটার প্রতি ৮৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবনা দিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় তোলা হয়েছে যশোর ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ৫ বছরমেয়াদি, সাড়ে ৪৮ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পে চার হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকা খরচ করবে সড়ক ও জনপথ অধিদফতর। এ ছাড়া অর্থবছরের ১৬তম সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য এক হাজার ৩৩৩ কোটি টাকার খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, এক হাজার ২৪ কোটি টাকা ব্যয়ের পায়রা বন্দর উন্নয়ন প্রকল্প উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন।
টেবিলে তোলা ছয়টি প্রকল্পের সম্ভাব্য বাস্তবায়ন ব্যয় হতে পারে প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকা। সভাশেষে অনুমোদিত প্রকল্প ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করবেন পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম।